নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ওপর থেকে একাধিক পচা ডিম ছুড়ে মারেন, যা মুহূর্তের মধ্যে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি করে।
ডিম নিক্ষেপের পর উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই মাইক হাতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং ধৈর্য ধারণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
ঘটনার পর সভা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কিছু সময়ের জন্য চাপে থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ডিম নিক্ষেপকারীদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।








