জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ

জুলাই আন্দোলনের সমর্থক ও জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার স্পষ্ট করে বলেছেন, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে কোনো নির্বাচনে অংশ নেওয়া বা তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলই ছিল জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তি। এসব শক্তিকে পরাজিত করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়েছি।”
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে আয়োজিত ‘বাংলাদেশ সুরক্ষা সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, “২০২৪ সালে যে রাজনৈতিক শক্তিকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই শক্তির সহযোগী কোনো দলের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া হলে তা হবে নগ্ন বিশ্বাসঘাতকতা। যদি কেউ জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন করে আবার বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখে, তা আমরা জীবিত থাকতে দিতে পারব না।”
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে একটি কথিত সেটআপে উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে এবং জনগণের আন্দোলনকে পাশ কাটিয়ে ক্ষমতা ভাগাভাগির চেষ্টা চলছে। তিনি বলেন, “আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। যারা জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তারা কোনো কিছুর ভয়ে নড়াচড়া করেন না।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা হঠাৎ সেলিব্রিটি ও কোটিপতি হয়ে উঠেছেন, তারা এখন ক্ষমতা ভাগাভাগির জন্য জাতীয় পার্টিকে নির্বাচনে গ্রহণ করছেন। তিনি দাবি করেন, প্রকৃত চেতনার অধিকারী হলে কেউ জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনে যাওয়ার প্রশ্নই তুলতো না।
সংগঠনটির অন্য এক নেতা বলেন, “সমাবেশে আমরা দল হিসেবে জাতীয় পার্টির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণহত্যার সহযোগী আমলাদের আসন্ন নির্বাচনের আগেই চাকরিচ্যুত করার দাবি জানাই। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা আন্দোলন দীর্ঘ করব।”
বিজ্ঞাপন
সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, “ব্যান করো ব্যান করো, জাতীয় পার্টি ব্যান করো” “জাতীয় পার্টির চামড়া, তুলে নেব আমরা”
এভাবে জুলাই মঞ্চ নির্বাচনী অঙ্গনে জাতীয় পার্টির সঙ্গে কোনো জোট বা অংশগ্রহণকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।








