Logo

আগামী রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৭:২৫
আগামী রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। সূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এর মাধ্যমে। সেখানে দলীয় নীতিনির্ধারণ, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এ সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কর্মসূচি শেষে তারেক রহমান ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পরবর্তী ধাপে কুমিল্লা জেলায় চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি—এই তিন স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে যোগ দেবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

দলীয় নেতারা জানিয়েছেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এসব কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরাই মূল লক্ষ্য। সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD