Logo

পুলিশের উপস্থিতিতেই সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৩ জানুয়ারি, ২০২৬, ১৭:০৬
পুলিশের উপস্থিতিতেই সংবাদকর্মীর ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
ছবি প্রতিনিধি।

সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই এক সংবাদকর্মীর ওপর হামলা, মোবাইল ক্যামেরা ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতে এ ধরনের দুঃসাহসিক হামলার ঘটনায় ঠাকুরগাঁও জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে। একটি ঘটনার তদন্তে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন সংবাদকর্মী সেখানে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এক ব্যক্তি সংবাদ সংগ্রহরত অবস্থায় এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী ওই সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অভিযুক্ত ব্যক্তি কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

সাংবাদিক নেতারা বলেন, পুলিশের সামনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য অশনিসংকেত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD