মাগুরায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর তিন ঘণ্টার মাথায় ভাঙচুর

মাগুরায় একটি ভোটকেন্দ্রে সদ্য স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বসানো ক্যামেরাটি স্থাপনের মাত্র তিন ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্ত করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। তবে রাতের মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলা হয়।
বিজ্ঞাপন
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। তবে পর্যাপ্ত আলো না থাকায় অভিযুক্ত ব্যক্তির মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর কয়েকজন যুবককে বিদ্যালয় এলাকায় অবস্থান করতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তাদের মধ্য থেকেই কেউ এই ভাঙচুরের সঙ্গে জড়িত থাকতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের সামনের সড়ক ও খেলার মাঠের অংশ নজরদারিতে রাখতে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু ক্যামেরা ভাঙচুরের ঘটনায় কেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকদের জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কয়েকজন স্থানীয় যুবককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফুটেজ আরও গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন জানান, রাতে খাবার শেষে ফিরে এসে তিনি কয়েকজন যুবককে বিদ্যালয়ের আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। সকালে উঠে ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








