Logo

রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
২৩ জানুয়ারি, ২০২৬, ১৬:০৯
রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন ভোটার। নিবন্ধিত এই ভোটারদের মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দি ভোটাররা।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১–৯ নম্বর ওয়ার্ড) আসনে ৩ হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।

বিজ্ঞাপন

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।

রংপুর-৩ (সদর ও রসিকের ১০–৩৩ নম্বর ওয়ার্ড) আসনে পোস্টাল ব্যালটে সর্বোচ্চ ৫ হাজার ২৩০ জন ভোটার নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৪ জন।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৪৩ জন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন।

বিজ্ঞাপন

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত হয়েছেন ৪ হাজার ৪৪৫ জন ভোটার। এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন।

এ ছাড়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ২ হাজার ৮৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।

বিজ্ঞাপন

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তা নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD