Logo

‘৫ আগস্টের পর হঠাৎ করেই গুপ্ত বাহিনী প্রকাশ্যে এসেছে'

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৮
‘৫ আগস্টের পর হঠাৎ করেই গুপ্ত বাহিনী প্রকাশ্যে এসেছে'
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থী রাস্তায় নামতেই পারবে না। তিনি বলেন, “সেটা জামায়াত হোক বা অন্য কেউ—আমরা যদি ঘোষণা দেই, তাহলে ঢাকা শহরে তাদের চলাচল সম্ভব হবে না।” শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াতের এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, এসব বক্তব্য এখন হাস্যরসে পরিণত হয়েছে এবং মূলত নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই এমন কথা বলা হচ্ছে।

ইশরাক হোসেন বলেন, “আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, বহু ভাইয়ের রক্ত রয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “এতদিন তারা কোথায় ছিল? ৫ আগস্টের পর, ২৪-এর আগস্টের পর হঠাৎ করেই এই গুপ্ত বাহিনী প্রকাশ্যে এসেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভোরবেলায় যখন রাস্তাঘাট ফাঁকা থাকত, তখন তারা অন্ধকারে মিছিল করে চলে যেত—এই ছিল তাদের আন্দোলন। আর আমরা রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, গুলির মুখে থেকেছি, রক্ত দিয়েছি।”

জামায়াতের নির্বাচনি সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ঢাকা শহরের সব আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয়টি তারাও জানে। তিনি দাবি করেন, নেতাকর্মীদের মনোবল ধরে রাখতেই তারা এমন বক্তব্য দিচ্ছে।

বিজ্ঞাপন

ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে পরিষ্কারভাবে বলে দিতে চাই—নির্বাচনের অনেক আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করবো।”

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD