Logo

উত্তরবঙ্গের চেহারা বদলাতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৪:১৯
উত্তরবঙ্গের চেহারা বদলাতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিকল্পিত অবহেলা ও উপেক্ষার কারণে উত্তরবঙ্গ আজও পিছিয়ে রয়েছে। তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়ন ও চেহারা বদলাতে মাত্র পাঁচ বছরই যথেষ্ট, যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, “আমরা উত্তরাঞ্চলে বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি নাগরিকের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, আল্লাহ-তায়ালার অনুমতি পেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে, পঞ্চগড়ও তার অংশ হবে।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা দেশে ২৮ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই অর্থ ফিরিয়ে আনব। উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা হবে। যুবসমাজকে শক্তিশালী করে দেশকে দায়িত্ব ও দয়ার বাংলাদেশে পরিণত করা হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমাদের কোনো কার্ড নেই। আপনারাই আমাদের শক্তি। এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে, কিন্তু ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেবো—তেঁতুলিয়া থেকে টেকনাফ।”

ডা. শফিকুর রহমান সমাবেশে উপস্থিতদের সতর্ক করে বলেন, “আমরা দুঃখ-কষ্টের সময় দেশের মানুষকে ফেলে কোথাও যাইনি এবং ভবিষ্যতেও যাবো না—ইনশাআল্লাহ। ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। কেউ যেন পুরোনো দুর্বৃত্ত হয়ে নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য ১০ দলীয় নেতারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD