Logo

বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলে, পরিবারের কাছে হস্তান্তর

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগেরহাট
২৩ জানুয়ারি, ২০২৬, ১৬:৪২
বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলে, পরিবারের কাছে হস্তান্তর
ছবি প্রতিনিধি।

বঙ্গোপসাগরের পানি থেকে উদ্ধার করা এক বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, মাছ ধরার উদ্দেশ্যে গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট সাগরে যাত্রা করে। গত ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে বোট থেকে সাগরে পড়ে যান।

বিজ্ঞাপন

পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে আব্দুল মান্নানকে সমুদ্র থেকে উদ্ধার করে। পরে মানবিক বিবেচনায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে।

এরপর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা-এর মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বানৌজা পদ্মা ওই জেলেকে আনুষ্ঠানিকভাবে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে।

সেখান থেকে কোস্ট গার্ডের বোটযোগে গত ২২ জানুয়ারি বিকেল ৪টায় আব্দুল মান্নানকে কোস্ট গার্ড বেইস মোংলায় আনা হয়। পরে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শরণখোলা থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হস্তান্তরের ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD