Logo

প্রতারকদের ক্ষমতায় পৌঁছানোর সিঁড়ি হতে চাই না : সৈয়দ রেজাউল করিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ
২৩ জানুয়ারি, ২০২৬, ২০:৩২
প্রতারকদের ক্ষমতায় পৌঁছানোর সিঁড়ি হতে চাই না : সৈয়দ রেজাউল করিম
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী ইসলামী আন্দোলনকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। প্রতারণার মাধ্যমে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের সহায়তা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি নয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠ এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করিম বলেন, ওই রাজনৈতিক দলটি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন বা ইসলামী মূল্যবোধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কোনো সদিচ্ছা তাদের নেই। বরং তারা ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এমন প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না বলেই ১১ দলীয় জোট থেকে সরে এসেছে।

বিজ্ঞাপন

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাস্তবতার কারণে প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবেই। তবে ভারতের তথাকথিত বন্ধুসুলভ আচরণের কোনো ইতিবাচক দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যায় না। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠক করছে। যারা নিজেদের পরীক্ষিত সঙ্গীদের সঙ্গেও প্রতারণা করতে পারে, তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও প্রতারণা করবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আদর্শ ও লক্ষ্য নিয়ে রাজনীতি করে, সেই পথ থেকে বিচ্যুত হয়ে রঙিন স্বপ্ন দেখলে জাতি আবারও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। দেশের মানুষ পুনরায় প্রতারিত হবে বলেও সতর্ক করেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে চরমোনাই পীর বলেন, তিনি ব্যক্তিগতভাবে সংসদ সদস্য বা মন্ত্রিত্বের জন্য রাজনীতি করেন না। ক্ষমতার মোহ নয়, বরং দেশ ও জনগণের কল্যাণ, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের রাজনীতির মূল লক্ষ্য। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই রাজনৈতিক সংগ্রাম।

বিজ্ঞাপন

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই লাখো মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সেই লক্ষ্যগুলোর বাস্তবায়ন দেখা যায়নি। তিনি বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়ার কথা থাকলেও বাস্তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্তি পাওয়ার মতো ঘটনাও দেখা যাচ্ছে, যা জাতিকে হতাশ করছে।

পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ।

বিজ্ঞাপন

এ সময় সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী আন্দোলনের আদর্শ ও নীতিকে সমর্থন দিয়ে গোলাম মসীহকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD