Logo

শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে: নুরুল হক নুর

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:২৫
36Shares
শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে: নুরুল হক নুর
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের সবার অগ্রভাগে রাখতে হবে

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে যোগদান দিয়ে এ দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় নুরুল হক নুর বলেন, ‘প্রাথমিকসহ সব শিক্ষকের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের সবার অগ্রভাগে রাখতে হবে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় তাদেরকে প্রথম শ্রেণির অর্ন্তভুক্ত করতে হবে। আমি চাই সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির ব্যবস্থা করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো করতে হবে। তাহলেই আমরা সোনার বাংলা গড়ার মানুষ পাব।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আপনাদের দাবি দাওয়ার কথা বলবেন। বর্তমানে যে প্রবণতা, একটা দাবি নিয়ে আন্দোলন করলে ভয় ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা, এনএসআই থেকে ফোন দেওয়া, ডিজিএফআই থেকে ফোন দেওয়া এগুলো আর বাংলাদেশের চলবে না।’

এর আগে শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD