শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে: নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে যোগদান দিয়ে এ দাবি করেন তিনি।
আরও পড়ুন: বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
এ সময় নুরুল হক নুর বলেন, ‘প্রাথমিকসহ সব শিক্ষকের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের সবার অগ্রভাগে রাখতে হবে।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় তাদেরকে প্রথম শ্রেণির অর্ন্তভুক্ত করতে হবে। আমি চাই সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো করতে হবে। তাহলেই আমরা সোনার বাংলা গড়ার মানুষ পাব।’
আরও পড়ুন: বসুন্ধরায় দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা শুরু
গণঅধিকার পরিষদের সভাপতি তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আপনাদের দাবি দাওয়ার কথা বলবেন। বর্তমানে যে প্রবণতা, একটা দাবি নিয়ে আন্দোলন করলে ভয় ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা, এনএসআই থেকে ফোন দেওয়া, ডিজিএফআই থেকে ফোন দেওয়া এগুলো আর বাংলাদেশের চলবে না।’
এর আগে শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ শুরু হয়।
এমএল/