দশম গ্রেডের দাবি নিয়ে যমুনায় যাচ্ছেন ১০ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেলেন শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে যমুনার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা।
আরও পড়ুন: ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
প্রতিনিধি দলে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. লুৎফর রহমান, আব্দুল মান্নান, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম এবং খায়রুন নাহার লিপি।
এর আগে, এদিন বিকেল ৩টা ৩০মিনিটের পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে পুলিশ তাদেরকে আটকে দেয়। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
এ সময় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।
এমএল/