১৬ বছরে দেশের আর্থিকখাত বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫


১৬ বছরে দেশের আর্থিকখাত বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব বলেছেন, বিগত ১৫/১৬ বছরে দেশের আর্থিকখাত বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। এক শ্রেণীর লোকজন লুঠপাট করে সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার করে ভোগ করছে। আমাদের যে অর্থ সম্পদ নিয়ে গেল, তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচারক হিসেবে এসব মামলা দেখছি, আমার কাছে মনে হচ্ছে এগুলোতে গাফিলতি থেকে যাচ্ছে। 


শনিবার (২৫ জানুয়ারি) পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


আরও পড়ুন: মেট্রোরেল চলাচল বন্ধ, স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়


তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামোর মধ্যে যা কিছু আছে, সবকিছু বিচারের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আপনারা ওই বিষয়গুলো নজর দিচ্ছেন না, অবহেলিত রয়ে গেছে। ভেজাল ঔষধ কারখানা রয়েছে, সেগুলো সনাক্ত করে আইনের আওতায় আনা দরকার। সেদিন এক মামলায় একজনের সম্পদ নিয়ে দেখলাম দুইশো ৫০ কোটি টাকা। কিন্ত তার তো দুই লাখ কোটি টাকার মালিক। 


কনফারেন্সে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানে সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদ এবং হতাহত শতশত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি সবাইকে প্রয়োজনীয় মতামত জানানোর আহবান জানান। অনুষ্ঠানে আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. ছানাউল্ল্যাহ। 


আরও পড়ুন: ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, আহত ৫


কনফারেন্সে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিটির তারেক জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সকল এসিএমএম, এমএমবৃন্দসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, ঢাকা সিটির অন্যান্য দপ্তরের উর্ধতন কর্মকর্তা, ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। 


এমএল/