মমেকে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ মোতায়েন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫


মমেকে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ মোতায়েন
ফাইল ছবি।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের ঘাটিতে হামলা দিতে চাই ছাত্রশিবির এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন মমেক ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। 


রবিবার (২ জানুয়ারি) এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: বাঁশ ফেলে গুলশানে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের


তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।


তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এতে বহিরাগতরাও যুক্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরও পড়ুন: ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির 

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিব্রতবোধ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। তবে কারা করেছে আমার জানা নেই। ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম।  


মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে শুনেছি। তবে কলেজের ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ। 


তিনি জানান, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।


আরএক্স/