ভালোবাসা দিবসে বিশেষ আকর্ষণ হৃদ মাঝারে মোহাম্মদ শহিদের একক কাব্যগ্রন্থ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫


ভালোবাসা দিবসে বিশেষ আকর্ষণ  হৃদ মাঝারে মোহাম্মদ শহিদের একক কাব্যগ্রন্থ
ছবি: প্রতিনিধি

অমর একুশে ২০২৫ বই মেলায় উপলক্ষে  ভালোবাসায় দিবসে বিশেষ আকর্ষণ হৃদ মাঝারে  মোহাম্মদ শহিদের একক কাব্যগ্রন্থ বইটি নব সাহিত্য প্রকাশনী থেকে  প্রকাশিত হয়েছে।


ভালোবাসা দিবসের দিন বইমেলায় স্বাভাবিকের চেয়ে একটু বেশিই মানুষের ভিড় থাকে। প্রিয়জনকে সাথে নিয়ে বইমেলায় ঘুরতে আসেন নানা বয়সের, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ভালোবাসা দিবসে দিতে পারেন আপনার প্রিয় মানুষ কে সেরা উপহার হৃদ মাঝারে বইটি "হৃদয় মাঝারে বইটি ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের দিন থেকে  বইটি পাবেন নব সাহিত্য প্রকাশনী ৭৪৩-৭৪৪ স্টলে। 


কবিতা হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। কবি মোহাম্মদ শহিদের কাব্যগ্রন্থ 'হৃদ মাঝারে" পাঠকদের নিয়ে যাবে এক অনন্য অনুভূতির জগতে, যেখানে ভালোবাসা, বেদনা, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ গভীরভাবে প্রতিফলিত হয়েছে।


এই কাব্যগ্রন্থে কৰি শব্দের নিপুণ বিন্যাসে তুলে ধরেছেন মানবমনের নান্দনিক সৌন্দর্য জীবনবোধের অন্তর্নিহিত ভাবনা। প্রতিটি কবিতার পঙক্তিমালায় ফুটে উঠেছে প্রেম, প্রকৃতি, সমাজ ও সময়ের সুষম সংলাপ। পাঠকের হৃদয়ে দাগ কাটার মতো আবেগ ও সৌন্দর্য এই কবিতাগুলোর প্রতিটি স্তবকে স্পষ্ট।'


হৃদ মাঝারে' বইটি পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে এবং কাব্যপ্রেমীদের জন্য এক মূল্যবান সংযোজন হবে।


আরএক্স/