যেভাবে বেঁচে গেলেন কাফির মা-বাবা সহ পরিবারের ৬ সদস্য
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫
![যেভাবে বেঁচে গেলেন কাফির মা-বাবা সহ পরিবারের ৬ সদস্য](https://janobani.com/big_image/1739340291.jpg)
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে।’
আরও পড়ুন: বরিশালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২৫
এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মত করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।’
প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, ‘আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ জানালার বাহির থেকে ছিটকিনি লাগানো ছিল।’
আরএক্স/