Logo

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে আঞ্চলিক তথ্য অফিসের সেমিনার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬
54Shares
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে আঞ্চলিক তথ্য অফিসের সেমিনার
ছবি: সংগৃহীত

স্বাধীন পরিবর্তনে অংশ নিতে চায়, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তারা প্রতিবাদী

বিজ্ঞাপন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাংবাদিক, শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে আঞ্চলিক তথ্য অফিসের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ ফ্রেরুয়ারি) সকাল ১১টায় আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে 'বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা, গণমাধ্যম ও সুশীল সমাজের করণীয়' শীর্ষক সেমিনার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। 

মূল প্রবন্ধে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের উদ্দেশ্য নিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয় বলে উল্লেখ করেন। তারুণ্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের ভাবনা ও সম্ভাবনা প্রভৃতি বিভিন্ন বিষয়কে তিনি মূলপ্রবন্ধে সুস্পষ্টভাবে উপস্থাপন করেন। তরুণরা শৃঙ্খলাবদ্ধ থাকতে পছন্দ করেনা, স্বাধীন পরিবর্তনে অংশ নিতে চায়, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তারা প্রতিবাদী। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের তরুণদের কারিগরি শিক্ষার মাধ্যমে প্রযুক্তিগতভাবে আরো দক্ষ করে তুলতে হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুসমাজ নির্মাণে গণমাধ্যমকর্মীদের ব্যাপকভাবে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমকে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সুশীল সমাজের ভূমিকাও অগ্রগণ্য। দেশ গঠনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে অপার সম্ভাবনাময় বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) আবু হানিফ প্রমুখ। আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত সেমিনারে ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নারী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD