শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫
শেরপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়া পাড়ায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম মাইদুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬
অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী চালানো হয়। এ সময় পিকআপটি থেকে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজার বই উদ্ধার করে পুলিশ। পরে চালকদের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্যেেশে ঢাকা নেয়া হচ্ছিল। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।
এসডি/