শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪
এবার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও এক যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনের।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সন্ত্রাসী হামলায় জনবাণীর সম্পাদকসহ ৪ জন আহতের ঘটনায় শেরপুর প্রেসক্লাব’র নিন্দা
জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসান ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।
আরও পড়ুন: ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি কোহিনূর-মহাসচিব আকন্দ
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা হয়েছে।
আরএক্স/