অপারেশন ডেভিল হান্ট
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৫৬৬ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫
![সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৫৬৬ জন](https://janobani.com/big_image/1739459335.jpg)
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১০৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১৬৬৫ জন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন: জুলাই বিপ্লবে পুলিশ বৃষ্টির মতো গুলি চালিয়েছে: ইউনিসেফ
তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে আজ পর্যন্ত ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আজ পুলিশ সদরদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক এই অভিযান শুরু হয়।
এমএল/