আমরা ব্যর্থ হতে চাই না: প্রধান উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫


আমরা ব্যর্থ হতে চাই না: প্রধান উপদেষ্টা
ফাইল ছবি।

আন্তর্জাতিক মহল বর্তমান সরকারকে শুধু সমর্থন নয়, সমর্থনকে কাজে লাগানোর জন্য সর্বাত্মক সহায়তা করছে বলে মন্তব্য করেছেন, অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।


আরও  পড়ুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক 


তিনি বলেন, আমরা ব্যর্থ হতে চাই না। সমাজে নানাজন নানা মত তো থাকবেই। সংস্কার কমিশন দেশ-বিদেশের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সুপারিশমালা তৈরি করেছে। এটি মূল্যবান সম্পদ। এ সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত থাকবে। তাদের সুপারিশ বাস্তবায়নে সবাই মিলে মতামত ও দিকনির্দেশনা দেবেন। এটা কারও একার বাংলাদেশ না সবার বাংলাদেশ।


তিনি বলেন, প্রয়োজনে আপনারা নিজেরা আলোচনা করুন। সবাই মিলে নীতিমালা ও আইন-কানুন একবার করে দিলে তা বছরের পর বছর চলতে থাকবে।


প্রধান উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে যে আইন-কানুন তৈরি হবে তা হবে ট্রান্সপারেন্ট। তখন খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না যে কেউ জিতিয়ে দিয়েছে।


আরও পড়ুন: আমরাতো সরকারকে সহযোগিতা করতে চাই: বাবু গয়েশ্বর  


তিনি বলেন, এখন যে খেলা চলছে তাতে জিতলেও সন্দেহ লাগে। বোধহয় কোথা থেকে কলকাঠি নেড়ে জিতিয়ে দেওয়া হচ্ছে। এ কলকাঠি নাড়ার বিষয়টি আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কলকাঠি ছাড়া যে একটা নিয়মে দেশ চলতে পারে তা মানুষ ভুলে গেছে।


আরএক্স/