Logo

হত্যা মামলায় মেনন-ইনু ৩ দিনের রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ২৩:৪৭
47Shares
হত্যা মামলায় মেনন-ইনু ৩ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে বৈষম্যবিরোধী

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গত ২৫ আগস্ট ইনুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD