আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করছে: ফখরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করছে: ফখরুল

রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল নির্মূলে মামলা, গ্রেপ্তার ও সাজা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘কিছুদিন ধরে সরকার আগের চেহারা ধারণ করেছে। বিরোধী দলকে মাঠশূন্য করার চেষ্টায় লিপ্ত তাঁরা।’ এ সময় ফখরুল বলেন, ‘২০২৩ সালের নির্বাচনও যেন এককভাবে আগের মতো করতে পারে, সে কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা।’

‘আওয়ামী শাসনামলে রাজনৈতিক দলগুলো নিরপাদ নয়’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি দেখুন যে, সেই ২০১৩ সালের একটি মামলা মুগদা থানার। এটা মিথ্যা গায়েবি মামলা। এখন একজন মানুষকে একই ঘটনায় দুটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মুগাদা থানার বিস্ফোরক মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এখানে ৩২ জন খালাস পেয়েছেন আর সাত জনকে দুই বছর তিন মাস এবং দুই বছর এক মাস এভাবে সাজা দেওয়া হয়েছে। এটা এখন সারা দেশেই চলছে।’

ফখরুল বলেন, ‘আমরা শুনেছি যে, তালিকা তৈরি করেছে সরকার। সে তালিকা ধরে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে যেসব মামলা আছে এ মামলাগুলো দ্রুত শেষ করার জন্য একটা সেল তৈরি করে দেওয়া হয়েছে, এ সেল তৈরি করে দিয়ে অতিদ্রুত মামলাগুলো শেষ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নতুন ইসি নাটক করে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,  ‘নতুন নির্বাচন কমিশন নাটক করেই যাচ্ছে। সিভিল সোসাইটিকে ডাকছে, সাংবাদিকদের ডাকছে। তাঁদের ডেকে সুন্দর সুন্দর কথা বলছেন। নতুন প্রধান নির্বাচন কমিশনারের কথা বলার ভঙ্গিও সুন্দর। কথা বলে মানুষকে বিমোহিত করার চেষ্টাও তিনি করেন।’

বিএনপির এ নেতা বলেন, ‘এ নাটকগুলো করে তাঁরা আবার আরেক নির্বাচন করার পায়তারা করছে। যে নির্বাচন তাঁরা আগের মতোই জোর করে এবং বিভিন্ন কৌশলে।’

‘এবার হয়ত আগের মতো নির্বাচন হবে না’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘আগে তো আগের রাত্রে নির্বাচন হয়ে গেছে। এখন সাত দিন আগে নির্বাচন হয়ে যাবে কি না, জানি না। ইট ইজ গোয়িং টু হ্যাপেন।’

এসএ/