বিরল দিনে শুরু হচ্ছে এবারের মাহে রমজান


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫


বিরল দিনে শুরু হচ্ছে এবারের মাহে রমজান
ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। ওইদিন চাঁদ দেখা গেলে পরেরদিন থেকেই ১ মার্চ সেসব দেশে পালিত হবে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা।


১ মার্চ আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন ও ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিনও একসঙ্গে হবে। সাধারণত, চন্দ্রবর্ষপঞ্জিকা ও সৌরবর্ষপঞ্জিকার হিসাব আলাদা হওয়ায় রমজান মাস প্রতি বছর ভিন্ন দিন ও মাসে শুরু হয়। তবে এবার দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিন একই সময়ে হবে, যা খুবই বিরল ঘটনা।


আরও পড়ুন: সৌদি আরব ও বাংলাদেশে রোজা শুরু নিয়ে যা জানা গেল


জ্যোতির্বিদরা বলছেন, ২৮ ফেব্রুয়ারি রাতে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশে রমজান মাসের চাঁদ দেখা যাবে। এটি হলে ওইদিন রাতেই প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। সৌদিসহ বেশিরভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে। তবে কিছু দেশ, যেমন কিরগিজস্তান ও কাজাখস্তান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে, তারা আগামী ১ মার্চ প্রথম রোজা পালন করবে। সূত্র: হিন্দুস্তান টািইমস


এমএল/