ফাগুনের দুপুরে রাজধানীতে একপশলা বৃষ্টির দেখা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫


ফাগুনের দুপুরে রাজধানীতে একপশলা বৃষ্টির দেখা
ছবি: সংগৃহীত

আগে থেকেই আবহাওয়া অধিদপ্তর দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। 


শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের এমন ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল।


আরও পড়ুন: সাংবাদিক সমাজ ভালো কাজে জনমত গঠনে ভূমিকা রাখবে: জেলা প্রশাসক


এদিকে, শীতের আমেজ না কাটতেই রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে। শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।


এদিন সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ বেশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।


আরও পড়ুন: ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড


মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।


রবিবারের (২৩ ফেব্রুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


এমএল/