চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।
আরও পড়ুন: এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে জানিয়েছে সংস্কার কমিশন
আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী সড়কে অবস্থান নিয়েছেন।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা

নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ
