সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে আখাউড়ায় পোষ্টার

সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে আখাউড়ায় পোষ্টার
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে পোষ্টার লাগানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতের আধারে উপজেলার কয়েকটি ইউনিয়নে এই পোষ্টার লাগানো হয়। তবে কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি। এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে।
বিজ্ঞাপন
পোস্টারগুলোতে লেখা রয়েছে, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই।
বিজ্ঞাপন
এই বিষয়ে উপজেলা দক্ষিণ ইউনিয়নের যুবদলের সভাপতি মো. আল-আমীন ভূঁইয়া বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট নামে অভিযান চলছে। কিন্তু আখাউড়া থানা পুলিশ নির্বিকার। তারা চুনোপুঁটি ধরে নিয়ে এসে দায় মুক্তি পেতে চাচ্ছে। তাই পোস্টার লাগিয়ে স্বৈরাচারদের মুক্তি চেয়ে পোস্টার লাগানোর সাহস পাচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, বিষয়টি নজরে আসার পর থানায় যোগাযোগ করেছি। উনারা জানিয়েছেন এর সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। পাশাপাশি নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূইয়া বলেন, সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোষ্টার লাগানোর বিষয়টি নজরে এসেছে, বিষয়টি থানার অবগত করেছি। আমরা সোচ্চারের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছি।
বিজ্ঞাপন
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, কে বা কারা এই পোস্টার লাগানোর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে আমাদের পুলিশের একটি দল মাঠে কাজ করছে। যেই করে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।








