Logo

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২৪:২৪
127Shares
স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন
ছবি: সংগৃহীত

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

বিজ্ঞাপন

মো.সুমন মিয়া,মাদ্রিদ (স্পেন): স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েছ এলাকার ক্যাসিনো পার্কে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন ও বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে ক্যাসিনো পার্কে অস্থায়ী শহীদ মিনারে গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে  মাদ্রিদের বিভিন্ন অঙ্গ সংগঠন মিলিত হয়।

বিজ্ঞাপন

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান ও বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মিল্টন ভূঁইয়া কচি, সাধারণ সম্পাদক ইয়াংরাজ খান কমল রাজুসহ আরো অনেকেই।

বিজ্ঞাপন

অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুতাসিমুল ইসলাম এবং উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর ইমাদুল হক।

তিনি ভাষা শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুগে যুগে তারা প্রেরণা হয়ে থাকবেন সমগ্র বাংলাদেশিদের জন্য।মাদ্রিদের শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  বাংলাদেশের পতাকা ভাষা শহীদদের ছবি আঁকা দেখে তিনি প্রশংসা করেন। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD