কুমারখালীতে কবর থেকে কঙ্কাল চুরি, এলাকায় আতংক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫


কুমারখালীতে কবর থেকে কঙ্কাল চুরি, এলাকায় আতংক
কবরের ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে কবরস্থা থেকে কবর খুঁড়ে দুইটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতের কোনো এক সময় উপজেলার চাপড়া ইউনিয়নের (নুরপুর পাহাড়পুর) কবরস্থানে এ ঘটনা ঘটে। 


আরও পড়ুন: কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে দুই প্রসূতির মৃত্যু


সকাল দশটায় সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, নগর সাঁওতা পশ্চিম পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃত সারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) সম্পর্কে তারা দাদী ও নাতী তাদের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। 


রিজভী বলেন, ফজরের নামাজ শেষে বাবা দাদীর করব যিয়ারত করতে আসলে দেখে দাদী ও চাচাতো ভাইয়ের কবর খুঁড়া কবর থেকে কেবা কারা দুটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। দাদী বার্ধক্য জড়িত কারণে মারা যান ও ছোটো ভাই শারীরিক প্রতিবন্ধী হয়ে বছর দুয়েক আগে মারা যান। আমরা থানায় লিখিত অভিযোগ দিব।


জানা গেছে, মধ্যরাতে ওই ইউনিয়নের (নুরপুর পাহাড়পুর) কবরস্থানে পাশাপাশি দুইটি কবর খুঁড়ে দাদী ও নাতীর দুটি কঙ্কাল চুরি করে নিয়ে যাই দুর্বৃত্তরা। ফজরের নামাজ শেষে  মায়ের কবর যিয়ারত করতে আসেন রহিসুল শেখ এসে দেখেন তার মা ও ভাতিজার কবর খুড়ে কঙ্কাল দুটি চুরি করে নিয়ে যাই দুর্বৃত্তরা। পরে ঘটনার জানাজানি হলে স্থানীয় ও উৎসুক  জনতা ভিড় করতে থাকে কবরস্থানে। 


স্বজন ও স্থানীয়রা জানান, লোকমুখে শুনে কবরস্থানে এসে জানতে পারি পাশাপাশি দাদি ও নাতীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা এই অঞ্চলে আগে কখনোও হইনি। এমন ঘটনায় আরও চুরি হতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।


আরও পড়ুন: কুমারখালীতে ককটেল উদ্ধার


এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ জানান। কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি ঘটনা স্থান  পুলিশ পরিদর্শন করেছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।


এসডি/