কুমারখালীতে ককটেল উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
বিজ্ঞাপন
কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করছেন কুমারখালী থানা পুলিশ।
সোমবার (৮ জুলাই) রাতে কয়া বালির ঘাট এলাকা থেকে ৫টি ককটেলের বস্তু উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কয়া ইউনিয়নের বালুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালুর মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। এদিকে ককটেল উদ্ধাররে পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানাই স্থানীয়রা।পরবর্তীতে থানায় নিয়ে এসে পানিভর্তি বালতিতে ককটেল নিস্ক্রিয় করার জন্য রেখে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
এসডি/