কুমারখালীতে ককটেল উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করছেন কুমারখালী থানা পুলিশ।
সোমবার (৮ জুলাই) রাতে কয়া বালির ঘাট এলাকা থেকে ৫টি ককটেলের বস্তু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমারখালীতে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় শিক্ষক সমিতির প্রতিবাদ
থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কয়া ইউনিয়নের বালুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালুর মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। এদিকে ককটেল উদ্ধাররে পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানাই স্থানীয়রা।পরবর্তীতে থানায় নিয়ে এসে পানিভর্তি বালতিতে ককটেল নিস্ক্রিয় করার জন্য রেখে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
