কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪


কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে গোয়ালে রাখা ৪ টি গবাদি পশু আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন কৃষক আরমান। 


বৃহস্পতিবার (২৮ মার্চ) গভীর রাতে পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আরমান জানান, এদিন গভীর রাতে গোয়াল ঘরে আগুন লাগে। এসময় প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গোয়ালে রাখা ৩ টি গরু ও ১ টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এর ফলে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সব হারিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন তিনি। তার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে আক্ষেপ করেন এই কৃষক। 


আরও পড়ুন: গাংনীতে দ্রুতগতির মাটিবাহী ট্রলির ধাক্কায় নিহত ১


তিনি  আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়েছে। এ বিষয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, ইতোমধ্যে বিষয়টি জেলা পর্যায়ে অবহিত করা হয়েছে। কৃষককে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।


এমএল/