Logo

গাংনীতে দ্রুতগতির মাটিবাহী ট্রলির ধাক্কায় নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৪, ০৬:৩০
66Shares
গাংনীতে দ্রুতগতির মাটিবাহী ট্রলির ধাক্কায় নিহত ১
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনীতে মাটিবাহী ট্রলির চাপায় সোহাগ হোসেন (৭) নামের এক শিশুর মরমান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু সোহাগ গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ঘোনাপাড়ার গোলাম হোসেনের পুত্র ।

 বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয়রা জানান, শিশু সোহাগ একটি সজনে গাছের পাতা পাড়তে রাস্তা পার হচ্ছিল। এমতাবস্থায়  পিছন দিক থেকে একটি দ্রুতগামী মাটি বহনকারি ট্রলি সোহাগকে চাপা দিলে, মারাত্বক ভাবে আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি ) তাজুল ইসলাম জানান, ট্রলি চাপায় এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহত শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD