গাংনীর মোহাম্মদপুরে স্টারিং ট্রলি উল্টে নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২২ পিএম, ২৫শে মে ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে স্টারিং ট্রলি উল্টে মো. সাজ্জাদ হোসেন (১৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক সাজ্জাদ উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র, ও চর গোয়াল গ্রাম মধ্যমিক বিদ্যলয়ের ৮ম শ্রেনির ছাত্র।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯ টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের পরিবার সুত্রে জানা যায়, স্টিয়ারিং ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে উল্টে যায় এবং ঘটনাস্থলে নিহত হয় সাজ্জাদ।
এঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস এই আবুল কালাম আজাদ বলেন স্টিয়ারিং ট্রলি উল্টে যুবক নিহতের বিষয়টি শুনেছি নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইতগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
