গাকৃবি’তে সীড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫


গাকৃবি’তে সীড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ছবি: প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন মাসব্যাপী সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পার্টনার প্রকল্পের যৌথ সহযোগিতায় সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়েছে। এ কোর্সের সাথে সম্পর্কিত নতুন গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে পেশাগত দক্ষতা আনয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। 


আরও পড়ুন: গাকৃবিতে গবেষণা, আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। 


কোর্স কো-অর্ডিনেটর পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং বিএডিসি’র রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন গাকৃবি’র বিভিন্ন অনুষদীয় ডিন এবং পরিচালকবৃন্দ। 


কোর্সের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সীড সার্টিফিকেশন এজেন্সি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং এসিআই থেকে আগত বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী। 


কোর্সের প্রশিক্ষক ছিলেন গাকৃবি’র শিক্ষকবৃন্দ, বিএডিসি, সীড সার্টিফিকেশন এজেন্সিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বীজ কোম্পানির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ। পুরো প্রশিক্ষণে তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেছেন। 


সমাপনী অনুষ্ঠানে উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শুরু করেন। উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনের উন্নতির জন্য সীড টেকনোলজির গুরুত্ব অপরিসীম। উন্নত জাতের বীজ উৎপাদন, বীজ সংরক্ষণ এবং বীজের গুণগত মান উন্নয়ন বিষয়ক আধুনিক জ্ঞান কৃষির উৎপাদন বহুলাংশে বাড়াতে পারে। কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীরা ভবিষ্যৎ কৃষি গবেষণা, উন্নয়ন কার্যক্রমসহ কৃষি সংশ্লিষ্ট সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।


আরও পড়ুন: গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ১০০


গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় কৃষি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বলে বক্তব্যে উল্লেখ করেন ভিসি। উল্লেখ্য, সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে শুরু হয়েছিল।


এসডি/