পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫০ পিএম, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫


পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সূচনা। 


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। ধর্মীয়গ্রন্থ পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে জাতীয় সঙ্গীত গান।


আরও পড়ুন: বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, প্রস্তুত হচ্ছে মঞ্চ


অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় দলে ছাত্র-জনতা এসেছেন। বিভিন্ন আগতরা বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি আমরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।


ঘোষণা হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত হয়েছে। এতে দুজন করে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন।


দলটির শীর্ষ দশ পদে রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।


আরও পড়ুন: নতুন রাজনৈতিক দলে নাহিদ-আকতার ছাড়াও থাকছেন যারা


তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারাও উপস্থিত হয়েছেন।


অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।


এমএল/