নতুন রাজনৈতিক দলে নাহিদ-আকতার ছাড়াও থাকছেন যারা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫


নতুন রাজনৈতিক দলে নাহিদ-আকতার ছাড়াও থাকছেন যারা
ফাইল ছবি

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক শেষে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।


আরও পড়ুন: প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে : খালেদা জিয়া


জানা গেছে, আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।


তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে এখনও পর্যন্ত নেতৃত্ব চূড়ান্ত হয়নি।


আরও পড়ুন: ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা শুরু


প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।


এমএল/