Logo

অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৫, ০৩:৪৫
33Shares
অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’
ছবি: সংগৃহীত

পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়

বিজ্ঞাপন

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আত্মপ্রকাশ অনুষ্ঠানে শামিল হতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন নতুন দলটির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী বাথরুম, পুলিশ বুথ, নারীদের জন্য আলাদা বুথ,  ভিআইপি বুথ ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। গণমাধ্যমকর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদে কারা থাকছেন, তা ইতোমধ্যেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ। হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে চূড়ান্ত করা হয়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD