কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না: আরিফ সোহেল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫


কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না: আরিফ সোহেল
ছবি: সংগৃহীত

বাংলার জনগণ আর কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব মেনে নেবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল। 


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


এ সময় আরিফ সোহেল বলেন, বাংলাদেশের জনগণ কোনোদিন মাথা নত করেনি। তারা বার বার জেগে উঠেছে। আবারও সাধারণ মানুষ জেগে উঠেছে। 


আরও পড়ুন: আত্মপ্রকাশের মঞ্চে নাহিদ-আখতারসহ জাতীয় নাগরিক পার্টির নেতারা


তিনি আরও বলেন, ১৯৪৭ সালে মানুষ জেগে উঠেছিল, আর একাত্তরেও জেগে উঠেছিল। প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আর কারও দাসত্ব মেনে নিতে চায় না।


কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সদস্যসচিব বলেন, এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার জন্য দরকার নতুন একটি রাজনৈতিক শক্তি। তারই পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে গিয়েছি। তাদের থেকে জানতে পেরেছি তারা কেন স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করেছে। 


তিনি বলেন, মানুষের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই আজকের এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে। সেই লক্ষ্য পূরণে আমাদের দল কাজ করবে।


আরও পড়ুন: অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’


এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠানের সূচনা হয়।  


নতুন এ দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম ঘোষণা হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে।


এর আগে, নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।


এমএল/