Logo

কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না: আরিফ সোহেল

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৫, ০৫:৪৩
49Shares
কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না: আরিফ সোহেল
ছবি: সংগৃহীত

আবারও সাধারণ মানুষ জেগে উঠেছে

বিজ্ঞাপন

বাংলার জনগণ আর কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব মেনে নেবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় আরিফ সোহেল বলেন, বাংলাদেশের জনগণ কোনোদিন মাথা নত করেনি। তারা বার বার জেগে উঠেছে। আবারও সাধারণ মানুষ জেগে উঠেছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে মানুষ জেগে উঠেছিল, আর একাত্তরেও জেগে উঠেছিল। প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আর কারও দাসত্ব মেনে নিতে চায় না।

বিজ্ঞাপন

কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সদস্যসচিব বলেন, এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার জন্য দরকার নতুন একটি রাজনৈতিক শক্তি। তারই পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে গিয়েছি। তাদের থেকে জানতে পেরেছি তারা কেন স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করেছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই আজকের এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে। সেই লক্ষ্য পূরণে আমাদের দল কাজ করবে।

বিজ্ঞাপন

এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠানের সূচনা হয়।  

বিজ্ঞাপন

নতুন এ দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম ঘোষণা হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে।

এর আগে, নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD