রাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্র-ছাত্রীদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫


রাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্র-ছাত্রীদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন
ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদে সকল মুসল্লী ও ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের জন্যও মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। 


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 


ফেসবুক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদের মুসল্লীদের জন্য ইফতার আয়োজনে ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে।  


পোস্টে তিনি স্থানের কথা উল্লেখ্য করে লেখেন , ছাত্রীদের জন্য কেন্দ্রীয় মসজিদের পূর্ব ও পশ্চিম গেটের মধ্যবর্তী খালি জায়গায় প্যান্ডেল করা হবে। ছাত্রীরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবে ও পশ্চিম গেট দিয়ে বের হবে।।


 তিনি আরও লেখেন, ছাত্রীরা অজু করে মসজিদে আসবে, ইফতার খেয়ে জামায়াতে মাগরিব নামাজ আদায় করে প্যান্ডেল ত্যাগ করবে।


গতকাল শুক্রবার (২৮ফেব্রুয়ারি) তিনি এক পোস্টে সকল মুসল্লীদের জন্য রাবি প্রশাসনের পক্ষ থেকে পুরো রমজান মাস ইফতার আয়োজনের বিষয়ে পোস্ট করেন। 


আরএক্স/