খোকসায় পানি সংকটে বোরোধান আবাদে শংকা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৫


খোকসায় পানি সংকটে বোরোধান আবাদে শংকা
ধান ক্ষেতের ছবি

কুষ্টিয়ার খোকসায় পানির অভাবে বোরো আবাদে কৃষকদের মাঝে শংকা দেখা দিয়েছে। চারা রোপণের পরে জমিতে পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পাশাপাশি বীজতলায় চারার বয়স দুইমাস হয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরে জানানোর পরেও সুফল পায়নি বলে অভিযোগ কৃষকদের। এতে উপজেলায় কয়েক হাজার হেক্টর জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পরেছে। 


আরও পড়ুন: খোকসায় আখ চাষে আগ্রহ নেই চাষিদের


উপজেলার জানিপুর ও বেতবাড়িয়া ইউনিয়নের অন্তত ২০ টি গ্রামের মানুষ পানি সংকটে বোরো আবাদ নিয়ে শংকায় রয়েছেন। গড়াই নদী থেকে বয়ে যাওয়া একমাত্র পানি প্রবাহ সিরাজপুর হাওরের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। হাওরের উৎস মুখে স্লুইসগেট থাকায় ভাটিতে কৃষকরা পানি পাচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। এছাড়াও সরকারের নেয়া আধুনিক চাষাবাদের জন্য সেচ প্রকল্প দুই যুগেও আলোর মুখ দেখেনি।


জানিপুর ইউনিয়নের কৃষক রুবেল হোসেন বলেন, হাওরের দুইপাশে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনেকটা অনিশ্চিত হয়ে পরেছে। অনেক স্থানে বীজতলায় চারা নষ্ট হচ্ছে।


বেতবাড়িয়া ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম জানান, পানির অভাবে আমাদের এলাকার অনেক জমি চলতি মৌসুমে অনাবাদি পড়ে আছে।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল নোমান জানান, বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।


আরও পড়ুন: খোকসায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

 

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল আলম পুলক জানান, ইতিমধ্যেই প্রকল্পের সার্ভে রিপোর্ট এলজিইডি সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। 


তবে কৃষি উৎপাদন বাড়াতে সেচ সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই দাবি স্থানীয় কৃষকদের।


এসডি/