খোকসায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপজেলা বি,এন,পির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি,এন,পি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
আরও পড়ুন: খোকসায় পানিবন্দী ৩০ পরিবার, দুর্ভোগ চরমে
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজুর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী, আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খাঁন রাজু প্রমুখ।
এসডি/