Logo

লালমাটিয়ায় তরুণীকে মারধরের প্রতিবাদ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৫, ০৬:০৫
69Shares
লালমাটিয়ায় তরুণীকে মারধরের প্রতিবাদ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি
ছবি: সংগৃহীত

তারা বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটে শনিবার (১ মার্চ)।  

পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল।  তারা বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন।

সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার ওই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়।  সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন।

সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD