Logo

কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না: রিজওয়ানা

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৫, ০৬:০৯
64Shares
কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না: রিজওয়ানা
ছবি: সংগৃহীত

তবে কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না

বিজ্ঞাপন

সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এ দেশে নেই। সরকার এটির বিরুদ্ধে সব সময় একটি শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে যেভাবে ছিল সম্পূর্ণভাবে ওইভাবে আমরা ফেরত আনতে পারিনি বা ফেরত আসেনি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারে অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিজ কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই।

এদিকে শনিবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই দিন রাত ১১টা ৩০মিনিটের দিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেছেন, তারা দুটি পক্ষই এই ঘটনাকে ফৌজদারি অপরাধ মনে করছে না। তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছে না, উভয় পক্ষ আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিয়েছে, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিজওয়ানা হাসান বলেন, মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার বিষয়ে আজ আমরা জেনেছি উভয়পক্ষ পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে। যেহেতু দুই পক্ষই সই করেছে, সেটাকেই আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD