ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫


ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।


আরও পড়ুন: নারীদের ওপর হামলা গভীরভাবে উদ্বেগজনক: প্রধান উপদেষ্টা


এ সময় আসিফ মাহমুদ বলেন, এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।


তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণি নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ কখনোই সমর্থন করে না।


অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তাদেরকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।


আরও পড়ুন: অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস


এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এমএল/