Logo

দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৫, ০২:৩২
43Shares
দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল
ছবি: সংগৃহীত

পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়

বিজ্ঞাপন

প্রকাশের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে না ছাপিয়ে প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শফিক রেহমান।

সরকারের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘনের কারণে পত্রিকাটির মুদ্রণের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর ফলে ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর ঘোষণাপত্র আর কার্যকর থাকছে না।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD