মহেশপুর জামায়াত বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৩ই মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ ) সন্ধ্যায় উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দা পাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
এসডি/