মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫


মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহে মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 



বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে  এ বৈঠক অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু


এ সময় উপস্থিত ছিলেন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ৯ জন এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্টে চান্দে রভান ও স্টাফ অফিসারসহ ৮ জন অংশগ্রহণ করেন।


উক্ত সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাত সমাপ্ত হয়।


এসডি/