মহেশপুর সীমান্তে বিজিবি ও বি এস এফের বৈঠক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৫


মহেশপুর সীমান্তে বিজিবি ও বি এস এফের বৈঠক
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে ।


আরও পড়ুন: মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু


বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার মাটিলা সীমান্তে বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।


উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। মহেশপুরে ৫৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি- বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২.৫ কিঃ মিঃ হেঁটে পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।


এসডি/