গাকৃবির সাথে ইউএনডিপির চুক্তিপত্র স্বাক্ষরিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

মাছের বর্জ্য থেকে মূল্যবান পণ্য নিষ্কাশনের উপযুক্ত পদ্ধতির উন্নয়ন এবং পরবর্তীতে এর সম্প্রসারণ বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন: গাকৃবিতে নিরাপদ ও দক্ষ ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ
রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে কীভাবে মাছের বর্জ্যকে সম্পদে পরিণত করা যায় তার নিরিখেই এ চুক্তিটি সম্পাদিত হয়েছে। গাকৃবির সাথে স্বাক্ষরিত চুক্তিটি ইউএনডিপির ‘লোকাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি ইন ক্লাইমেট চেঞ্জ (লজিক)’ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে।
টেকসই, উদ্ভাবনী ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়নমূলক এ স্বাক্ষরিত চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, ইউএনডিপি, বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার আসাদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি, লজিক এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম আজাদ রহমান, ইউএনডিপির অপারেশন ম্যানেজার মো. এনামুল হকসহ গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, ফিশারিজ অনুষদের বিভাগীয় প্রধানগণ এবং রেজিস্ট্রার। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, উদ্ভাবন ও সাফল্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। এরপর স্বাক্ষরিত চুক্তিপত্র প্রকল্পের প্রধান পিআই প্রফেসর ড. এস.এম রফিকুজ্জামান মৎস্য বর্জ্য বিষয়ে সম্ভাবনাময় তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।
বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার উপযোগী করে কীভাবে মৎস্য বর্জ্যকে রিসাইকেল করে কোলাজেন, জিলাটিন, ফিশ সাইলেজ প্রভৃতি তৈরির মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করে অর্থনীতিতে ভূমিকা রাখা যায়, তা ড. রফিকুজ্জামানের উপস্থাপনায় দেখানো হয়।
পরে সরদার আসাদুজ্জামান বলেন, টেকসই উন্নয়নকে সফল করতে ইউএনডিপি যে সমস্ত কর্মসূচি গ্রহণ করে থাকে তার মধ্যে অনেক গবেষণা গাকৃবিতে চলমান রয়েছে বিধায় এক্ষেত্রে গাকৃবিকে টেকসই উন্নয়নের ডিএনএ বলা যেতে পারে। এক্ষেত্রে গাকৃবির সাথে ইউএনডিপি ভবিষ্যতে আরো নানা প্রকল্পের বিস্তার ঘটিয়ে পারস্পরিক সম্পর্কের জোরদারে সচেষ্ট থাকবে বলেও আসাদুজ্জামান বক্তব্যে তুলে ধরেন।
আরও পড়ুন: গাকৃবি’র শহীদ আহসানউল্লাহ মাস্টার হলে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
অন্যদিকে গাকৃবির উপাচার্য ইউএনডিপিকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে একটি যুগান্তকারী অধ্যায় রচিত হলো। দেশের মৎস্য খাতকে সমৃদ্ধ করতে গাকৃবির ফিশারিজ অনুষদ অত্যন্ত স্বত:স্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। ভিসি আরো বলেন, ইউএনডিপির সাথে চুক্তির মাধ্যমে একদিকে গাকৃবির গবেষণা অঙ্গন যেমন শাণিত হবে অন্যদিকে দেশের মৎস্য খাত তার উৎপাদন বৃদ্ধি ও নানামুখী ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়ক হবে ।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানে হামলা, ঢাবির ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

গাকৃবিতে নিরাপদ ও দক্ষ ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ

রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ডুয়েটে ২ দিন ব্যাপী ‘প্রকিউরমেন্ট অব গুডস্ ইউজিং রেভিনিউ বাজেট : টিপস্ এন্ড ট্রিকস্ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
