ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনাতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
স্থানীয়রা জানান, আন্তঃজেলা বাসগুলো ছাড়াও কুমিল্লা থেকে বিভিন্ন উপজেলায় চলাচলকারী, পরিবহনসহ বেশ কিছু বাসের চালকরা মহাসড়কে যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামা করেন। বিশেষ করে চান্দিনা এলাকায় যাত্রীর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সড়কে। ফলে ছোট আকারে যানের জটলা বাঁধে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ধীরে ধীরে যানজটের সৃষ্টি হয়ে সেটির আকার বাড়তে থাকে।
অপরদিকে, তীব্র গরমে যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। রোজার দিনে গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে যাত্রীদের।
কয়েকজন যাত্রী বলেন, এসনিতে তো রোজা, তারওপর আবার গরম। আবার যানজটে আটকা পড়েছি। অবস্থাটা কী হতে পারে অনুমান করেন। আমরা একটি যানজটমুক্ত নিরাপদ সড়ক চাই। যানজট নিরসনে প্রশাসননকে আরও ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন: শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘আমরা মহাসড়ককে যানজটমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। যত্রতত্র পার্কিং করা বাসের বিরুদ্ধে মামলা দিচ্ছি। যানজট নিরসনে শুধু পুলিশ নয়, সবার এগিয়ে আসতে হবে। একটি সমন্বিত প্রচেষ্টায় যানজটমুক্ত মহাসড়ক উপহার দেওয়া সম্ভব।’
এসডি/